• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

অসাংবাদিকদের প্রেসক্লাবের সদস্য করায় প্রতিবাদ


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২১, ০৬:৫২ পিএম
অসাংবাদিকদের প্রেসক্লাবের সদস্য করায় প্রতিবাদ

ফরিদপুর প্রেসক্লাবে অগঠনতান্ত্রিকভাবে ১০জন অসাংবাদিককে সদস্যপদ দেওয়া, গঠনতন্ত্র পরিপন্থীভাবে নির্বাচন কমিশন গঠনের প্রতিবাদে এবং তা বাতিলের দাবিতে ফরিদপুরের গণমাধ্যমকর্মীবৃন্দ মানববন্ধন করেছে। মানববন্ধন শেষে সকল সাংবাদিকের উপস্থিতিতে ফরিদপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও পৌর মেয়রকে স্মারকলিপি দেওয়া হয়েছে।

রোববার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করে ফরিদপুরের কর্মরত গণমাধ্যমকর্মীরা। পরে মানববন্ধন শেষে সাংবাদিকরা স্মারকলিপি দেন।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাবেক সাধারণ সম্পাদক মাহবুব ইসলাম পিকুল, দৈনিক ইনকিলাব পত্রিকার ফরিদপুর প্রতিনিধি আনোয়ার জাহিদ, দৈনিক খবরের প্রতিনিধি আবুল হোসেন আজাদ, এটিএন বাংলা ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি কামরুজ্জামান সোহেল, আর টিভির প্রতিনিধি জাকির হোসেন, চ্যানেল আই প্রতিনিধি শাহাদাত হোসেন তিতু, সময় টিভির প্রতিনিধি সুমন ইসলাম, নিউজ২৪ টিভির প্রতিনিধি সোহাগ, এসএ টিভির প্রতিনিধি সুজাউজ্জামান জুয়েল, মোহনা টিভির প্রতিনিধি আশিষ পোদ্দার বিমান, আনন্দ টিভির প্রতিনিধি মনিরুজ্জামান, স্থানীয় দৈনিক বাঙ্গালী সময়ের সম্পাদক সেলিম মোল্যা, স্থানীয় দৈনিক ভোরের রানারের বার্তা সম্পাদক সেবানন্দ দাস, সিনিয়র সাংবাদিক এম.এ আজিজ, দৈনিক সারাদেশের প্রতিনিধি রাজিব আহমেদ প্রমুখ।

Link copied!